সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৯ আগস্ট ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
আজ থেকে তিন প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন বন্ধ যাযাদি রিপোটর্ শেয়ারের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধির কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির লেনদেন ৩০ কাযির্দবস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। পাশাপাশি পঁাচ কোম্পানিকে অনিদির্ষ্টকালের জন্য স্পট মাকেের্ট নেয়ার সিদ্ধান্ত হয়েছে। পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের বিনিয়োগ সুরক্ষার স্বাথের্ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নেয়া এই সিদ্ধান্ত অনুযায়ী রোববার থেকে মুন্নু জুট স্টাফলাসর্, বিডি অটোকারস এবং লিগাসি ফুটওয়্যারের শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বন্ধ থাকবে। শেয়ারবাজারে লেনদেন বন্ধ করার পাশাপাশি লিগাসি ফুটওয়্যার ও বিডি অটোকারসের শেয়ার দাম অস্বাভাবিক বৃদ্ধির কারণে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিএসইসি। এ তদন্ত কমিটিতে রয়েছেন- বিএসইসির উপ-পরিচালক শামসুর রহমান এবং সরকারি পরিচালক মো. শহিদুল ইসলাম। কমিটিকে প্রতিষ্ঠান দু’টির শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধির কারণ খতিয়ে দেখে আগামী ৩০ কাযির্দবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। অপরদিকে স্পট মাকেের্ট চলে যাবে মুন্নু সিরামিক, স্টাইল ক্রাফট, ড্রাগন সোয়েটার, আজিজ পাইপ এবং কে অ্যান্ড কিউ লিমিটেড। ডিএসইর এক পরিচালক বলেন, শেয়ারবাজারের স্বাথের্ বিএসইসি অত্যান্ত গুরুত্বপূণর্ সিদ্ধান্ত নিয়েছে। যারা শেয়ারবাজারে কারসাজি করে এটা তাদের জন্য একটি সতকর্ বাতার্। মুন্নু জুট স্টাফলাসের্র মতো একটি কোম্পানির শেয়ারের দাম সাড়ে ৪ হাজার টাকা উপরে হবে এটা কিছুতেই গ্রহণযোগ্য হতে পারে না।