কমছে অ্যালুমিনিয়ামের দাম

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
বিদায়ী বছরের শেষ দিকে ও চলতি বছরের শুরুতে অ্যালুমিনিয়ামের বাজার চাঙ্গা হয়ে উঠেছিল। তবে ব্যবহারিক ধাতুটির বাজার পরিস্থিতি বদলাচ্ছে। জানুয়ারির মাঝামাঝি এসে কমতে শুরু করেছে অ্যালুমিনিয়ামের দাম। লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) ব্যবহারিক ধাতুটির দাম কমে টনপ্রতি ১ হাজার ৭৭০ ডলারের নিচে নেমে এসেছে। খবর মেটাল বুলেটিন। এলএমই প্রাইস ইনডেক্স অনুযায়ী, গত বছরের ১৬ ডিসেম্বর ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে প্রতি টন অ্যালুমিনিয়ামের দাম ছিল ১ হাজার ৭৬২ ডলার ৫০ সেন্ট। পরদিন ব্যবহারিক ধাতুটির দাম টনপ্রতি ১ হাজার ৭৫৩ ডলারে নেমে আসে। এরপর ক্রমেই চাঙ্গা হয়ে ওঠে অ্যালুমিনিয়ামের বাজার পরিস্থিতি। বাড়তে বাড়তে ২৪ ডিসেম্বর ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে প্রতি টন অ্যালুমিনিয়ামের দাম ১ হাজার ৭৯০ ডলারে উন্নীত হয়। বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে প্রতি টন অ্যালুমিনিয়ামের দাম ওঠে ১ হাজার ৭৯৯ ডলার ৫০ সেন্টে। তবে নতুন বছরের প্রথম দুই কার্যদিবসে অ্যালুমিনিয়ামের বাজারে মন্দাভাব দেখা গেছে। ২ ও ৩ জানুয়ারি ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে প্রতি টন অ্যালুমিনিয়ামের দাম ছিল যথাক্রমে ১ হাজার ৭৭১ ও ১ হাজার ৭৫৭ ডলার। মধ্যপ্রাচ্যকেন্দ্রিক ভূরাজনৈতিক উত্তেজনা বেড়ে যাওয়ায় ফের চাঙ্গা হতে শুরু করে ব্যবহারিক ধাতুটির দাম। ৭ জানুয়ারি ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে প্রতি টন অ্যালুমিনিয়ামের দাম ফের ১ হাজার ৭৯৩ ডলার ৫০ সেন্টে উন্নীত হয়। এরপর অ্যালুমিনিয়ামের দাম অনেকটাই কমে এসেছে। ৮ জানুয়ারি ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে প্রতি টন অ্যালুমিনিয়াম ১ হাজার ৭৭১ ডলারে বিক্রি হয়েছে। ১৪ জানুয়ারি প্রতি টন অ্যালুমিনিয়ামের দাম আরও কমে ১ হাজার ৭৬৭ ডলারে নেমে এসেছে। মূলত ইরান ইসু্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধাবস্থার পরিস্থিতি অনেকটাই প্রশমিত হয়ে আসায় অ্যালুমিনিয়ামের দাম কমতে শুরু করেছে।