ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

এইচআরসির পণ্য কিনে মোবাইল পেলেন আশা

প্রকাশ | ১৯ জানুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এইচআরসি প্রোডাক্টস লিমিটেডের ৫৫ নম্বর মিনি প্যাভেলিয়ন থেকে শনিবার একশ' টাকার চা কিনে স্মার্ট মোবাইল ফোন সেট পুরস্কার জিতে নেন রাজধানীর দক্ষিণ মিরপুর পীরেরবাগের মুক্তি হাউজিংয়ের বাসিন্দা আশা মুক্তি। তার হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন এইচআরসি প্রোডাক্টসের হেড অব মার্কেটিং ইকবাল চৌধুরী ও এজিএম (অ্যাকাউন্টস) আতাউর রহমান চৌধুরী -আমিনুল ইসলাম শাহীন
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় (ডিআইটিএফ) চা উৎপাদন, বিপণন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে খ্যাত এইচআরসি প্রোডাক্টস লিমিটেডের মিনি প্যাভেলিয়ন থেকে পণ্য কিনে একটি স্মার্ট মোবাইল ফোন সেট পুরস্কার পেয়েছেন রাজধানীর দক্ষিণ মিরপুর পীরেরবাগের মুক্তি হাউজিংয়ের বাসিন্দা আশা মুক্তি। শনিবার এইচআরসির ৫৫ নম্বর মিনি প্যাভেলিয়ন থেকে মাত্র ১০০ টাকার চা কিনে স্ক্র্যাচ কার্ড ঘষে এই পুরস্কার পান তিনি। এ সময় তার হাতে পুরস্কার হিসেবে পাওয়া মোবাইল ফোন সেটটি তুলে দেন এইচআরসি প্রোডাক্টসের হেড অব মার্কেটিং ইকবাল চৌধুরী ও এজিএম (অ্যাকাউন্টস) আতাউর রহমান চৌধুরী। সংশ্লিষ্টরা জানান, গুণগতমানের কারণে দিন দিন এইচআরসি পণ্যের চাহিদা বাড়ছে। পণ্যের প্রসার এবং তা সরাসরি ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে প্রতিবারের মতো এবারও বাণিজ্য মেলায় প্রতিষ্ঠানটির পণ্য প্রদর্শন ও বিক্রয় করা হচ্ছে। এইচআরসি প্রোডাক্টসের হেড অব মার্কেটিং ইকবাল চৌধুরী যায়যায়দিনকে বলেন, বাণিজ্য মেলায় নান্দনিক সাজে সজ্জিত এইচআরসির মিনি প্যাভেলিয়নে প্রতিদিন ক্রেতাসাধারণের ভিড় লেগেই আছে। তারা পালস্না দিয়ে এইচআরসির বিভিন্ন ব্র্যান্ডের চা কিনছেন। তিনি বলেন, এবারের বাণিজ্য মেলায় আমাদের স্স্নোগান হলো 'দারুণ ব্যাপার, এইচআরসির চায়ে উপহার সবার।' গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণ করে দেশের মুখ উজ্জ্বলকারী এইচআরসি প্রোডাক্টস প্রতিবারের মতো এবারও অভাবনীয় স্ক্র্যাচ কার্ড অফার দিয়েছে। এইচআরসির মিনি প্যাভেলিয়ন থেকে মাত্র ১০০ টাকার পণ্য কিনলেই ক্রেতারা স্ক্র্যাচ কার্ড ঘষে নিশ্চিত জিতে নিতে পারেন স্মার্ট মোবাইল ফোন সেট, দেয়ালঘড়ি, টি-শার্ট, সিরামিক মগ এবং পস্নাস্টিক মগ। মেলা থেকে পণ্য কিনে প্রতিদিনই এসব পুরস্কার জিতে নিচ্ছেন ক্রেতারা।