ওয়ান ব্যাংক এবং ট্রান্স-ফাস্ট রেমিট্যান্স এলএলসির মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রকাশ | ১৯ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
সম্প্রতি ওয়ান ব্যাংক লিমিটেড এবং ট্রান্স-ফাস্ট রেমিট্যান্স, এলএলসির মধ্যে বাংলাদেশ অভিমুখী রেমিট্যান্স বিতরণের জন্য একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে বিদেশে বসবাসরত বাংলাদেশিরা ওয়ান ব্যাংক লিমিটেডের মাধ্যমে বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে পারবেন। ওয়ান ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল আলম এবং ট্রান্স-ফাস্ট রেমিট্যান্সের কান্ট্রি ডিরেক্টর ও হেড অব অপারেশনস্‌ মোহাম্মদ খাইরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ ছাড়া অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি