ওয়ান ব্যাংকের শিক্ষাবৃত্তি প্রদান

প্রকাশ | ২৩ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ওয়ান ব্যাংক লিমিটেড সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রমের আওতায় ২১ জানুয়ারি যশোর জেলা পরিষদ মিলনায়তনে যশোর, খুলনা, সাতক্ষীরা, কুষ্টিয়া ও পোড়াদহ অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ওয়ান ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাঈদ এইচ চৌধুরী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. ফখরুল আলম। আরোও বক্তব্য দেন ওয়ান ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান জহুর উলস্নাহ্‌। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাঈদ এইচ. চৌধুরী আগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্যে বলেন, ব্যাংকের এই উদ্যোগ একদিকে যেমন বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের শিক্ষা অধিকার নিশ্চিত করবে তেমনি তারা তাদের অর্জিত জ্ঞান, শিক্ষা ও নৈতিকতা দিয়ে সমাজ গঠনে সহায়ক ভূমিকা পালন করবেন। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদান করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ওয়াকার হাসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক এ. এস. এম. শহীদুলস্নাহ্‌ খান এবং কাজী রুকুনউদ্দীন আহমেদসহ উর্ধ্বতন কর্মকর্তা এবং শিক্ষার্থীদের অভিভাবকরা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলীসহ গণ্যমান্য ব্যক্তিরা। বিজ্ঞপ্তি