শেয়ারবাজারে দেড় মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন

প্রকাশ | ২৪ জানুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার সঙ্গে শেয়ারবাজারের লেনদেনেও গতি ফিরেছে। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সবকটি মূল্য সূচকের বড় উত্থান হয়েছে। সেই সঙ্গে ডিএসইতে দেড় মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। \হশেয়ারবাজারে ভয়াবহ পতনের মধ্যে গত ১৬ জানুয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পক্ষে দীর্ঘ ও স্বল্পমেয়াদি বিভিন্ন পদক্ষেপ ঘোষণায় এ ঊর্ধ্বমুখী প্রবণতা ফিরে আসে। ১৬ জানুয়ারি থেকে গত সোমবার পর্যন্ত টানা তিন কার্যদিবস ডিএসই ও সিএসইতে সূচকের বড় উত্থান হয়। এরপর মঙ্গলবার দুই বাজারেই সূচকের কিছুটা পতন হয়। সেই সঙ্গে কমে লেনদেনের পরিমাণ। তবে বুধবার আবার ঊর্ধ্বমুখী ধারায় ফেরে শেয়ারবাজার। বৃহস্পতিবার লেনদেনের শুরুতে শেয়ারবাজারে উর্ধ্বমুখী প্রবণতার আভাস পাওয়া যায়। লেনদেন শুরু থেকে শেষ পর্যন্তও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকে। ফলে সবকটি মূল্য সূচকের বড় উত্থান হয়। দিনভর ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ২৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে।