হোন্ডা 'ওয়াই-ই-এস' অ্যাওয়ার্ড প্রোগ্রামের ফলাফল ঘোষণা

প্রকাশ | ২৬ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
বাংলাদেশ হেন্ডা প্রাইভেট লিমিটেডের মাধ্যমে ও জাপান আন্তর্জাতিক কো-অপারেশন সেন্টারের (জেআইসিই) সহযোগিতায় ২০১৯ সালের আগস্টে প্রথমবারের মতো এদেশে ইয়ং ইঞ্জিনিয়ার অ্যান্ড সায়েন্টিস্টস (ওয়াই-ই-এস বা ইয়েস) অ্যাওয়ার্ড প্রোগ্রাম শুরু করে দ্য হোন্ডা ফাউন্ডেশন (এইচওএফ)। এই অ্যাওয়ার্ডের উদ্দেশ্য হচ্ছে এশিয় দেশগুলোর উন্নয়নের জন্য সেসব দেশের বিজ্ঞান ও প্রযুক্তি অঙ্গণের প্রতিভাবানদের উৎসাহিত করা। সে লক্ষ্যে বাংলাদেশে এইচওএফ তাদের ওয়াই-ই-এস বা ইয়েসঅ্যাওয়ার্ড প্রোগ্রাম শুরু করে চারটি পাবলিক ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। বাংলাদেশের প্রথম হোন্ডা ওয়াই-ই-এস বা ইয়েস অ্যাওয়ার্ড প্রোগ্রামের ফলাফল ঘোষণা করা হয়েছে। চার বিজয়ীর প্রত্যেকে পাবেন ৩ হাজার মার্কিন ডলার পুরস্কার এবং হোন্ডা ফাউন্ডেশন ও বাংলাদেশ হোন্ডা ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি করে হোন্ডা মোটরসাইকেল। বিজয়ীরা হলেন-তনুশ্রী দত্ত (বুয়েট ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং), তাহ্‌সিনা আলম (বুয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং), শাশ্বত সৌম্য (বুয়েট কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং), সত্যকি বণিক (বুয়েট ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং)। আগামী ২৮ জানুয়ারি এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। বিজ্ঞপ্তি