মেলায় ওয়ালটন ফ্রিজে ২০০ শতাংশ ক্যাশ ভাউচার

প্রকাশ | ২৮ জানুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ওয়ালটন নিয়ে এসেছে দেড় শতাধিক মডেলের রেফ্রিজারেটর ও ফ্রিজার। আকর্ষণীয় ডিজাইন ও অত্যাধুনিক ফিচারের সাশ্রয়ী মূল্যের এসব ফ্রিজ ক্রেতা-দর্শনার্থীদের কাছে হটকেকে পরিণত হয়েছে। পাশাপাশি নগদ মূল্যছাড়সহ নানা সুবিধা থাকায় মেলায় ওয়ালটন ফ্রিজ কেনার ধুম পড়েছে। বাণিজ্য মেলা থেকে ওয়ালটন রেফ্রিজারেটর কিনে ২০০ শতাংশ ক্যাশ ভাউচার পেয়েছেন যাত্রাবাড়ীর ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুল জলিল। ক্যাশ ভাউচারের ওই টাকায় আরও দুটি ফ্রিজ কিনেছেন তিনি। এক ফ্রিজ কিনে আরও দুটি ফ্রি পেয়ে মহাখুশি আব্দুল জলিল ও তার পরিবার। জানা গেছে, দেশব্যাপী চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৫ এর আওতায় 'উইন্টার ফেস্টিভ্যাল'-এ ২০০ শতাংশ ক্যাশ ভাউচার পাওয়ার সুযোগসহ ওয়ালটন ফ্রিজের ক্রেতাদের জন্য রয়েছে নিশ্চিত ক্যাশব্যাক। পাশাপাশি, মেলা থেকে সব মডেলের ফ্রিজে ১০ শতাংশ মূল্যছাড়সহ ফ্রি হোম ডেলিভারি দিচ্ছে ওয়ালটন। রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় আব্দুল জলিলের হাতে ২০০ শতাংশ ক্যাশ ভাউচার তুলে দেন ওয়ালটনের নির্বাহী পরিচালক মো. হুমায়ূন কবীর এবং চিত্রনায়ক আমিন খান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন টেলিভিশনের সিইও মোস্তফা নাহিদ হোসেন এবং ফ্রিজ বিভাগের অ্যাডিশনাল ডিরেক্টর শহিদুজ্জামান রানা। জানা গেছে, আন্তর্জাতিক মান যাচাইকারী সংস্থা নাসদাত-ইউটিএস টেস্টিং ল্যাব থেকে মান নিশ্চিত হয়ে ওয়ালটনের প্রতিটি ফ্রিজ বাজারে ছাড়া হচ্ছে। ওয়ালটনের রয়েছে বিএসটিআইয়ের ফাইভ স্টার এনার্জি এফিশিয়েন্সি রেটিং। ওয়ালটনের পণ্য সিবি, আরওএইচএস, আরইএসিএইচ, ইএমসি, এসএএসও, ইএসএমএ, জি-মার্ক ইত্যাদি আন্তর্জাতিক টেস্টে উত্তীর্ণ এবং সার্টিফিকেট পেয়েছে। আন্তর্জাতিকমানের ওয়ালটন ফ্রিজ রপ্তানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। স্থানীয় ফ্রিজ বাজারে প্রায় ৭৫ শতাংশ মার্কেট শেয়ার রয়েছে ওয়ালটনের। এ ছাড়া গত বছরের ডিসেম্বরে ষষ্ঠবারের মতো দেশের নাম্বার ওয়ান রেফ্রিজারেটর ব্র্যান্ডের মর্যাদাস্বরূপ 'বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড' পেয়েছে ওয়ালটন। ফ্রিজে এক বছরের রিপেস্নসমেন্ট সুবিধার পাশাপাশি কম্প্রেসরে ১২ বছরের গ্যারান্টি দিচ্ছে ওয়ালটন। দ্রম্নত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে সারা দেশে রয়েছে ৭৩টি সার্ভিস পয়েন্ট।