আমান ফিডের শেয়ারহোল্ডার পরিচালকদের জরিমানা

প্রকাশ | ৩০ জানুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে সংগৃহীত অর্থ যথাযথভাবে ব্যবহার না করার পাশাপাশি কমিশনের কাছে মিথ্যা তথ্য দেয়ার কারণে বিবিধ খাতের কোম্পানি আমান ফিড লিমিটেডের প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র ও মনোনীত পরিচালক বাদে) ২৫ লাখ টাকা করে জরিমানা আরোপের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তাছাড়া আমান ফিডের আইপিও অর্থ ব্যবহারসংক্রান্ত প্রতিবেদন নিরীক্ষার ক্ষেত্রে পেশাগত আচরণ না করার কারণে নিরীক্ষা ফার্ম একনাবিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে একনাবিনের পার্টনার মো. রুকনুজ্জামান এখন থেকে আর কখনো আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থের ব্যবহারসংক্রান্ত বিষয়ের নিরীক্ষা করতে পারবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে কমিশন।