বিশ্ববাজারে নিম্নমুখী জ্বালানি তেলের দাম

প্রকাশ | ৩০ জানুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
গতকালসহ টানা ছয় দিন নিম্নমুখী রয়েছে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজার। মূলত চীনে ব্যাপক হারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস পণ্যটির মূল্য হ্রাসের পেছনে প্রভাবক হিসেবে কাজ করছে। এদিকে মূল্য হ্রাসের ধারাবাহিকতায় গত সোমবার জ্বালানি পণ্যটির দাম কমে তিন মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমেছে। খবর রয়টার্স ও অয়েলপ্রাইসডটকম। যুক্তরাষ্ট্রের বাজারে গতকাল আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের প্রতি ব্যারেল বিক্রি হয়েছে ৫৮ ডলার ৯৫ সেন্টে, যা আগের দিনের তুলনায় ৩৭ সেন্ট বা দশমিক ৬ শতাংশ কম। এর আগের দিন জ্বালানি পণ্যটির দাম তিন মাসের মধ্যে সর্বনিম্নে নেমে যায়। সোমবার প্রতি ব্যারেল ব্রেন্টের দাম ২ শতাংশ কমে দাঁড়িয়েছিল ৫৮ ডলার ৫০ সেন্ট। একই দিনে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডবিস্নউটিআই) প্রতি ব্যারেল বিক্রি হয়েছে ৫২ ডলার ৮৫ সেন্টে, যা আগের দিনের তুলনায় ২৯ সেন্ট বা দশমিক ৬ শতাংশ কম। আগের দিন সোমবার প্রতি ব্যারেল ডবিস্নউটিআই বিক্রি হয়েছিল ৫২ ডলার ১৩ সেন্টে, যা অক্টোবরের প্রথম দিকের পর সর্বনিম্ন। চীন বিশ্বের শীর্ষ জ্বালানি তেল ভোক্তা দেশ। দেশটিতে দ্রম্নত হারে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। মারাত্মক সংক্রমিত এ ভাইরাসের কবলে এখন পর্যন্ত দেশটির ১০০ জনের বেশির মৃতু্য হয়েছে। আক্রান্ত হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের কয়েক হাজার মানুষ। বিশ্লেষকরা ধারণা করছেন, ভাইরাসটির প্রভাবে চীনের অর্থনীতি ও পর্যটন খাতে মন্দা দেখা দিতে পারে। কমে যেতে পারে দেশটির জ্বালানি চাহিদা। এরই মধ্যে চীন ভ্রমণে সতর্কতা সংকট জারি করেছে যুক্তরাষ্ট্র। এদিকে জ্বালানি তেলের বাজারে শিগগিরই চাঙ্গা ভাব ফেরার সম্ভাবনা দেখছেন না পণ্যবাজার বিশ্লেষকরা। ব্রিটিশ বিনিয়োগ ব্যাংক বার্কলেস সিএলসি জানিয়েছে, চলতি বছর জ্বালানি তেলের দাম গড়ে ২ ডলার কমতে পারে। ব্যাংকটির পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর ব্রেন্টের গড় দাম কমে প্রতি ব্যারেল ৬২ ডলারে দাঁড়াতে পারে ও ডবিস্নউটিআইয়ের প্রতি ব্যারেল নামতে পারে ৫৭ ডলারে।