১০ প্রতিষ্ঠান পাচ্ছে সর্বোচ্চ ভ্যাটদাতার সম্মাননা

প্রকাশ | ১১ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
সদ্যসমাপ্ত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ১০টি প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ভ্যাটদাতার সম্মাননা দেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ঢাকা পশ্চিম ভ্যাট কর্তৃপক্ষ এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা প্রদান করবে। ঢাকা পশ্চিম ভ্যাট কর্তৃপক্ষ সূত্র অনুযায়ী, সর্বোচ্চ ভ্যাটদাতা নির্বাচিত হয়েছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এরপর রয়েছে এসকোয়ার ইলেকট্রনিক্স লিমিটেড ও সারাহ লাইফ স্টাইল লিমিটেড। এই তিনটি প্রতিষ্ঠান যথাক্রমে ৩৭.৩৬ লাখ, ৩৪.৭৭ লাখ ও ৩২.০৫ লাখ টাকার ভ্যাট পরিশোধ করেছে। মেলার অন্য যেসব প্রতিষ্ঠান সম্মাননা পাবে তারা হলো-র্ যাংকস ইলেকট্রনিক্স লিমিটেড, হাতিল কমপেস্নক্স লিমিটেড, মাল্টি লাইন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফিট এলিগেন্স লিমিটেড, নাভানা ফার্নিচার লিমিটেড, ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড এবং বঙ্গ বেকারস লিমিটেড। এবার মেলায় সর্বমোট ভ্যাট আদায় হয়েছে ৬.৪৬ কোটি টাকা। গতবছর মেলায় এই ভ্যাট আহরণ হয়েছিল ৭.০২ কোটি টাকা। এবারের মেলায় স্টলের সংখ্যা ও দর্শনার্থীর সংখ্যা হ্রাস পাওয়ায় ভ্যাট কর্তৃপক্ষের নজরদারি সত্ত্বেও ভ্যাট আহরণ কিছুটা কম হয়েছে। মেলায় এবার ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনারেট থেকে আটটি টিম নজরদারি করে। নতুন ভ্যাট আইনের পরিপালন নিশ্চিত করতে ও যথাযথ ভ্যাট আহরণ করতে ২৯টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্যাট আইনে মামলা করা হয়। এতে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। উলেস্নখ্য, এই বছর স্টলের সংখ্যা ছিল ৪৮৭টি, যা আগের বছর ছিল ৫৬৯টি। দর্শনার্থীর সংখ্যা ২৩ লাখ। আগের বছর এই সংখ্যা ছিল ৩৫ লাখ। জাতীয় রাজস্ব বোর্ড চলতি বছরের মেলায় কেন্দ্রীয় নিবন্ধনের ক্ষেত্রে কেবল ৫% ট্রেড ভ্যাট আদায়ের নির্দেশনা দেয়।