বঙ্গবন্ধু চেয়ার ও বঙ্গবন্ধু-পিয়ারে ট্রুডো কৃষি প্রযুক্তিকেন্দ্র স্থাপনে চুক্তি

প্রকাশ | ১২ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) ও কানাডার সেস্কাচুয়ান বিশ্ববিদ্যালয়ের গেস্নাবাল ইনস্টিটিউট অব ফুড সিকিউরিটির (জিআইএফএস) মধ্যে কৃষিক্ষেত্রে বিভিন্ন সহযোগিতাসহ বঙ্গবন্ধু চেয়ার এবং বঙ্গবন্ধু-পিয়ারে ট্রুডো কৃষি প্রযুক্তিকেন্দ্র স্থাপনের লক্ষ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন বিএআরসির নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার এবং কানাডার জিআইএফএস এর চিফ অপারেটিং অফিসার স্টিভ ভিসার। জিআইএফএসও বিএআরসি টেকসই নিরাপদ খাবারের উন্নয়নে সহায়তার জন্য গবেষণা, প্রশিক্ষণ ও বিকাশের অংশীদারিত্বের কাজ করতে সম্মত হয়েছে উভয় দেশ। সোমবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল-এর ক্রিস্টাল বলরুমে দুই দেশের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক ও সফররত কানাডার সাসকাচোয়ান সরকারের কৃষিমন্ত্রী ডেভিড মেরিট চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি