কাগজ ব্যবসায়ীদের অবস্থান ধর্মঘট চলছেই

প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
বন্ড সুবিধার অপব্যবহার বন্ধের দাবি এবং কাগজ ব্যবসায়ীদের বিরুদ্ধে একটি বিশেষ মহলের মিথ্যা অপপ্রচার, হয়রানি ও মামলার প্রতিবাদে দেশব্যাপী অবস্থান ধর্মঘট পালন করছে বাংলাদেশ পেপার মার্চেন্টস অ্যাসোসিয়েশন। একইসঙ্গে মিথ্যা মামলায় আটক নিরীহ ব্যবসায়ীদের অবিলম্বে মুক্তির দাবিতে শুক্রবার রাজধানীর নয়াবাজারে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে কাগজ ব্যবসায়ীরা। গত ১২ ফেব্রম্নয়ারি থেকে এই ধর্মঘট শুরু হয়। এ সময় ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, ঢাকা বন্ড কমিশনার বেআইনিভাবে অভিযানের নামে মালামাল লুট করেছে। গণমাধ্যমের ওপর হামলা করে আমাদের ওপর দায় চাপানো হয়েছে। আমরা গণমাধ্যমের ওপর হামলার সুষ্ঠু ও সঠিক তদন্ত চাই। হামলাকারী যেই হোক তার কঠোর শাস্তি দাবি করছি একইসঙ্গে যারা ঘোলাপানিতে মাছ শিকারের টার্গেটে সাধারণ ব্যবসায়ীদের মিথ্যা মামলায় আটক ও হয়রানি করছে প্রধানমন্ত্রীর কাছে তাদের শাস্তি দাবি করছি। বাংলাদেশ পেপার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের কার্যকরী সদস্য অনীল বাবু বলেন, ঐতিহাসিক নয়াবাজারের সাধারণ ব্যবসায়ীদের রুটি-রুজি বন্ধ করার পাঁয়তারা করা হচ্ছে। সরকারের কাছে অনুরোধ এই চক্রান্তকারীদের চিহ্নিত করুন। তিনি আরও বলেন, বন্ডের নামে অবৈধ অভিযান পরিচালনা, গুদাম থেকে মালামাল নিয়ে যাওয়া, সুপরিকল্পিতভাবে গণমাধ্যম কর্মীদের আঘাত এবং মামলা করা একইসূত্রে গাঁথা।