লিন্ডে বিডির পর্ষদ সভা ২০ ফেব্রম্নয়ারি

প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
লিন্ডে বাংলাদেশ লিমিটেডের লভ্যাংশ নির্ধারণী পর্ষদ সভা ২০ ফেব্রম্নয়ারি অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৯ হিসাব বছরে কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ অন্যান্য বিষয় পর্যালোচনা করা হবে। সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, সদ্যসমাপ্ত হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) লিন্ডে বাংলাদেশের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৬ টাকা ১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৪ টাকা ২৩ পয়সা। তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ইপিএস হয়েছে ১৯ টাকা ২৫ পয়সা, আগের হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে যা ছিল ১৩ টাকা ৬৮ পয়সা। ৩০ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১২ টাকা ৫৫ পয়সা। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩৭৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে লিন্ডে বিডি। ২০১৭ হিসাব বছরে ১৪০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি।