এসএসএফের কাছে হোন্ডার মোটোরসাইকেল হস্তান্তর

প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
১৭ ফেব্রম্নয়ারি বাংলাদেশ হোন্ডা এবং বাংলাদেশ স্টিল ও ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন (বিএসইসি)-এর যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড, প্রধানমন্ত্রীর কার্যালয়ে, তার উপস্থিতিতে বিশেষ নিরাপত্তা বাহিনীকে (এসএসএফ) দুটি অত্যাধুনিক হোন্ডা জিএল ১৮০০ গোল্ডউইং (১৮০০ সিসি) মোটর সাইকেল হস্তান্তর করে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ওকিইতো, প্রিন্সিপাল সচিব ডক্টর আহমেদ কাইকাউস, ক্যাবিনেট সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি (বিইজেডএ)-এর এক্সিকিউটিভ চেয়ারম্যান পবন চৌধুরী এবং বিশেষ নিরাপত্তাবাহিনী (এসএসএফ)-এর মহাপরিচালক ও বাংলাদেশে অবস্থিত জাপান দূতাবাসের অর্থ ও উন্নয়নবিষয়ক সহযোগিতা বিভাগের দ্বিতীয় সচিব মেজর জেনারেল মো. মজিবুর রহমান, ওএসপি, পিপিএমএস, পিবিজি এমএস, এনডিসি, পিএসসি। অনুষ্ঠানে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্টিল ও ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের চেয়ারম্যান মো. রইসউদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিমিহিকো কাতসুকি, পরিচালক ও চিফ প্রোডাকশন অফিসার সইচিসাতো, মানবসম্পদ ও প্রশাসন বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাশাহিকো ইয়ানাগিডা, উপদেষ্টা ও প্রাক্তন অতিরিক্ত সচিব জামাল এ. নাসের চৌধুরী, অর্থ ও বাণিজ্য বিভাগের প্রধান শাহ্‌ মোহাম্মদ আশেকুর রহমান (এফসিএ) এবং আব্দুল মোনেম ইকোনমিক জোন-এর ব্যবস্থাপনা পরিচালক ও চিফ এক্সিকিউটিভ অফিসার এ.এস.এম. মাইনউদ্দিন মোনেম। বিজ্ঞপ্তি