এক বছর পর ডিএসইতে হাজার কোটি টাকা লেনদেন

প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
ধারাবাহিকভাবে বেড়েই চলেছে শেয়ারবাজারে লেনদেনের পরিমাণ। মঙ্গলবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হাজার কোটি টাকার ঘরে পৌঁছে গেছে। এর মাধ্যমে এক বছরের বেশি সময় পর আবারও হাজার কোটি টাকার লেনদেন দেখা গেল। লেনদেন বাড়লেও এদিন মূল্যসূচকের কিছুটা পতন হয়েছে। সেই সঙ্গে দরপতন হয়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। এর মাধ্যমে টানা পাঁচ কার্যদিবস সূচক ঊর্ধ্বমুখী থাকার পর কিছুটা সংশোধন হলো। দিনের লেনদেন শেষে মূল্যসূচকের পতন হলেও এদিন শুরুতে বড় উত্থান হয়েছিল। লেনদেনে অংশ নেয়া প্রায় সবকটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় প্রথম আধা ঘণ্টার লেনদেনে ডিএসইর প্রধান মূল্যসূচক ৫৮ পয়েন্ট বেড়ে যায়। কিন্তু দুপুর সাড়ে ১২টার পর থেকে হঠাৎ করেই বদলে যেতে থাকে চিত্র। লেনদেনে অংশ নেয়া একের পর এক প্রতিষ্ঠানের দরপতন হয়। ফলে নিম্নমুখী হতে থাকে সূচক এবং দিনের লেনদেন শেষে তা পতনে রূপ নেয়। দিনভর ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ১৩২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। বিপরীতে দাম কমে ১৮৮টির। আর ৩৫টির দাম অপরিবর্তিত থাকে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক আগের দিনের তুলনায় ২৭ পয়েন্ট কমে ৪ হাজার ৭৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট কমে ১ হাজার ৫৯০ পয়েন্টে উঠে এসেছে। আর ডিএসইর শরিয়াহ্‌ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ৮১ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের কিছুটা পতন হলেও এদিন ডিএসইতে সাড়ে ১৩ মাস পর সর্বোচ্চ লেনদেন হয়েছে। দিনভর বাজারটিতে ১ হাজার ২১ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর আগে গত বছরের ৩০ জানুয়ারি ১ হাজার ২৪ কোটি ৬১ লাখ টাকার লেনদেন হয়। এরপর আর বাজারটিতে হাজার কোটি টাকার লেনদেন হয়নি। সে হিসাবে এক বছরেরও বেশি সময় পর ডিএসইতে হাজার কোটি টাকার লেনদেন হয়েছে। এই লেনদেন বাড়ার দিনে টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে সামিট পাওয়ারের শেয়ার। কোম্পানিটির ৪২ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা লাফার্জহোলসিমের শেয়ার লেনদেন হয়েছে ২৪ কোটি ৪৮ লাখ টাকা। ২২ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে খুলনা পাওয়ার। এছাড়া লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে- ওরিয়ন ফার্মা, ন্যাশনাল টিউবস, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, গ্রামীণফোন, প্যারামাউন্ট টেক্সটাইল, গোল্ডেন হার্ভেস্ট এবং ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যাল। অপর শেয়ারবাজর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই ২৫ পয়েন্ট কমে ১৪ হাজার ৫০৪ পয়েন্টে দাঁড়িয়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৬৭ কোটি ৭০ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ২৯০টি প্রতিষ্ঠানের মধ্যে ১২৫টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৩৩টির এবং ৩২টির দাম অপরিবর্তিত রয়েছে।