রূপায়ণের কন্ডোমিনিয়াম প্রকল্প হস্তান্তর

প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
'স্বপ্ন এখন হাতের মুঠোয়' স্স্নোগান নিয়ে রাজধানীর সিদ্ধেশ্বরীতে অবস্থিত 'রূপায়ণ স্বপ্ন নিলয়' কন্ডোমিনিয়াম প্রকল্প গ্রাহকদের কাছে হস্তান্তর করেছে দেশের অন্যতম আবাসন ব্যবসা প্রতিষ্ঠান রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড। গত শনিবার রাজধানীর উত্তরায় 'রূপায়ণ সিটি উত্তরা'তে আয়োজিত এক অনুষ্ঠানে ফ্ল্যাটের ক্রেতাদের সংগঠন রূপায়ণ স্বপ্ন নিলয় ওনার্স অ্যাসোসিয়েশনের কাছে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটি হস্তান্তর করা হয়। এটি রূপায়ণ হাউজিং এস্টেটের ৭৫তম প্রকল্প। প্রকল্প হস্তান্তরের মধ্য দিয়ে কন্ডোমিনিয়াম প্রকল্পটির ১৩০টি ফ্ল্যাটের ক্রেতা নিজেদের মালিকানা বুঝে পেলেন। রূপায়ণ গ্রম্নপের ভাইস চেয়ারম্যান মাহির আলী খান রাতুল, রূপায়ণ গ্রম্নপের উপদেষ্টা ক্যাপ্টেন (অব.) পি জে উলস্নাহ, উপদেষ্টা সাদাত সেলিম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান দেওয়ান, নির্বাহী পরিচালক এহসানুর রহমান, পরিচালক (নির্মাণ) মাহমুদুর রহমান, মহাব্যবস্থাপক (কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট) প্রকৌশলী সাইফুল ইসলাম, রূপায়ণ স্বপ্ন নিলয় ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রেজওয়ান আহমেদ তৌফিক, সেক্রেটারি কাজী আরিফুর রহমান, ট্রেজারার মো. বাবুল হোসেন সহ রূপায়ণ স্বপ্ন নিলয় প্রকল্পের শতাধিক গ্রাহক ও রূপায়ণ গ্রম্নপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি