এনসিসি ব্যাংকের মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কর্মশালা

প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
এনসিসি ব্যাংকের উদ্যোগে 'প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যান্ড কমবেটিং দ্য ফিন্যান্সিং অব টেরোরিজম' শীর্ষক দিনব্যাপী কর্মশালা সম্প্রতি চট্টগ্রামের আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এ কে এম মহিউদ্দিন আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালাটি উদ্বোধন করেন। এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ্‌ উদ্দীন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া উপব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির, ইভিপি এবং মার্কেটিং ও শাখা বিভাগের প্রধান আবদুলস্নাহ্‌ আল-কাফী মজুমদার, এসভিপি ও মানবসম্পদ বিভাগের প্রধান ফয়সাল আহমেদ, এসভিপি ও ডেপুটি ক্যামেলকো মো. আব্দুল ওহাব এ সময় উপস্থিত ছিলেন। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন শাখা পর্যায়ের নির্বাহী ও কর্মকর্তাগণ কর্মশালায় অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি