ডেসকোর ইন্টিগ্রেটেড ভেন্ডিং স্টেশন উদ্বোধন করল সাউথইস্ট ব্যাংক

প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
ডেসকোর গ্রাহকদের প্রিপেইড মিটার রিচার্জ সেবা প্রদান করার লক্ষ্যে ভেন্ডিং স্টেশন উদ্বোধন করল সাউথইস্ট ব্যাংক লিমিটেড। সাউথইস্ট ব্যাংকের এই সেবার মাধ্যমে এখন থেকে ডেসকোর গ্রাহকরা দিনে রাতের যেকোনো সময়ে প্রিপেইড মিটার রিচার্জ করতে পারবেন। ইতোমধ্যে ব্যাংক ডেসকোর বিভিন্ন সার্ভিস এলাকায় ১৭টি ভেন্ডিং স্টেশন স্থাপনের মাধ্যমে পাইলট প্রকল্পটি শুরু করেছে। বিদু্যৎ বিভাগের সচিব ড. সুলতান আহমেদ এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে, সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম কামাল হোসেন, ঢাকা ইলেকট্রিক সাপস্নাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) চেয়ারম্যান এবং অতিরিক্ত সচিব মাকসুদা খাতুন এবং ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক, ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদ সারওয়ার, এন ডিসি, পিএসসি (অবসরপ্রাপ্ত) উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী আজিজুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি