সূচকে মিশ্রাবস্থা লেনদেনে অবনতি

প্রকাশ | ২১ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭৩৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫৯২ পয়েন্টে। ডিএসইতে আজ ৭৭০ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ৬৬ কোটি ৫৪ লাখ টাকা কম। গতকাল লেনদেনের পরিমাণ ছিলে এক হাজার ৮৩৭ কোটি ১৫ লাখ টাকা। বৃহস্পতিবার ডিএসইতে ৩৫৫টি কোম্পানি ও মিউচু্যয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ২৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৫২৫ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ২৮ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।