স্বর্ণের আউন্স ২ হাজার ডলারে পৌঁছানোর পূর্বাভাস

প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
কিছুতেই কাটছে না স্বর্ণের বাজারের অস্থিরতা। মূল্যবান ধাতুটি দামে একের পর এক রেকর্ড করে চলেছে। সম্প্রতি ধাতুটির দাম বেড়ে গত সাত বছরের সর্বোচ্চ অবস্থানে উঠেছে। তবে এখানেই শেষ নয়। খাতসংশ্লিষ্টরা বলছেন, আগামীতে ধাতুটির দাম আরও বাড়তে পারে। নিউইয়র্কভিত্তিক প্রতিষ্ঠান সিটি ব্যাংক সম্প্রতি পূর্বাভাস দিয়েছে, আগামী ১২ থেকে ২৪ মাসের মধ্যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়ে প্রতি আউন্স ২ হাজার ডলারের রেকর্ড ছুঁতে পারে। খবর মাইনিংডটকম। মূলত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের জেরে বৈশ্বিক অর্থনীতির গতি শ্লথ হয়ে পড়ার আশঙ্কা জোরদার হয়েছে। এ পরিস্থিতি বিনিয়োগকারীদের স্বর্ণের বাজারের প্রতি আকৃষ্ট করছে। তুলনামূলক নিরাপদ বিনিয়োগ হিসেবে মূল্যবান ধাতুটির চাহিদা ক্রমেই বাড়ছে। সঙ্গে পালস্না দিয়ে বাড়ছে দাম। সাধারণত মুদ্রানীতি শিথিল হলে, মুদ্রার মান কমে এলে এবং ব্যাংকের সুদের হার কমলে স্বর্ণের বাজার সমৃদ্ধ হয়ে ওঠে। খাতসংশ্লিষ্টরা ধারণা করছেন, নভেল করোনাভাইরাস প্রাদুর্ভাবের পরবর্তী সময় ভেঙে পড়া অর্থনীতিকে পুনরুদ্ধারের জন্য চীন কোটি কোটি ডলার বিনিয়োগ করবে।