আইপিওতে কোটা পাচ্ছে অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড

প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ডকে কোটাসহ ১৪ সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। বিনিয়োগের বিকল্প উৎস ' ভেঞ্চার ক্যাপিটাল' এর বাধা দূর করতে এ সুপারিশ করা হয়েছে। ভেঞ্চার ক্যাপিটাল এবং ইনভেস্টমেন্ট ইকো-সিস্টেম সংক্রান্ত পলিসি গাইডলাইন প্রণয়ন কমিটির সভাপতি ও অতিরিক্ত সচিব অরিজিৎ চৌধুরী স্বাক্ষরিত এ-সংক্রান্ত সুপারিশ করা হয়েছে। অর্থমন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। ভেঞ্চার ক্যাপিটাল কার্যকরে ১৪ সুপারিশের মধ্যে রয়েছে- বিনিয়োগ শুরুর আগেই প্রদেয় ২% স্ট্যাম্প ডিউটি থেকে বিকল্প বিনিয়োগ তহবিলকে (অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড) অব্যাহতি প্রদান। এই সুপারিশটি বাস্তবায়ন করবে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের রিটেইনড আর্নিংস হতে অলটারনেটিভ ইনভেস্টমেন্টে নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগ/ অর্থায়নের সুযোগ করা যেতে পারে। এই সুপারিশটি বাস্তবায়ন করবে বাংলাদেশ ব্যাংক। বীমা প্রতিষ্ঠানের লভ্যাংশ থেকে ভেঞ্চার ক্যাপিটাল তথা অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ডে বিনিয়োগ করা যেতে পারে। এই সুপারিশটি বাস্তবায়ন করবে আইডিআরএ। অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ম্যানেজমেন্ট কোম্পানিগুলোকে ১০ বছরের জন্য কর অবকাশ দেয়া যেতে পারে। এই সুপারিশটি বাস্তবায়ন করবে এনবিআর। অন্যান্য আর্থিক সেবার তুলনায় অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড নি:সন্দেহে অধিকতর ঝুঁকি বহন করে। অথচ ফান্ডের অপ্রতুলতার কারণে এক্ষেত্রে অর্থায়নের পরিমাণ সীমিত। তাই অর্থায়নের সুযোগ বৃদ্ধির জন্য অলটারনেটিভ ইনভেস্টমেন্টে বিনিয়োগের বিপরীতে ব্যাংকগুলোর সঞ্চিতি বর্তমানে ১৫০% এর স্থলে ২ বছরের জন্য ১০০% নির্ধারণ করা যেতে পারে। এই সুপারিশটি বাস্তবায়ন করবে বাংলাদেশ ব্যাংক।