ভাষাশহিদদের স্মরণে অগ্রণী ব্যাংকের আলোচনা সভা

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
গত ২০ ফেব্রম্নয়ারি অগ্রণী ব্যাংক লিমিটেডের সাংস্কৃতিক কর্মকান্ডের প্রধান পৃষ্ঠপোষক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস-উল ইসলামের নেতৃত্বে ২১ ফেব্রম্নয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাশহিদদের স্মরণে অগ্রণী ব্যাংক লিমিটেডের প্রধান শাখা মতিঝিলে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ভাষাশহিদদের স্মরণে একটি মনোজ্ঞ সাস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় অগ্রণী ব্যাংকে বাংলা ভাষায় প্রথম প্রকাশিত অন লাইন পত্রিকা অগ্রণী 'ব-দর্পণ'র উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখত। বাংলা ভাষায় প্রকাশিত রাষ্ট্রায়ত্ত ব্যাংকসমূহের মধ্যে অনলাইনভিত্তিক এ ধরনের পত্রিকা এই প্রথম। একই মঞ্চে একুশের গ্রন্থমেলা-২০২০ উপলক্ষে অগ্রণী ব্যাংকে কর্মরত লেখক ও কবিদের ২৩টি বইয়ের মোড়ক উন্মোচন করেন ব্যাংকটির চেয়ারম্যান ড. জায়েদ বখত। বিজ্ঞপ্তি