পেট্রোবাংলা এবং অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক সমঝোতা চুক্তি

প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
বাংলাদেশ তেল, গ্যাস এবং খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এবং অগ্রণী ব্যাংকের মধ্যে পারস্পরিক ব্যবসায়িক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দুইটি পৃথক সমঝোতা চুক্তি অদ্য ২৪ ফেব্রম্নয়ারি সকাল ১০টায় পেট্রোবাংলার বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পেট্রোবাংলার চেয়ারম্যান এ বি এম আবদুল ফাত্তাহ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্‌-উল ইসলাম। এ সময়ে তাদের মধ্যে পারস্পারিক ব্যবসায়িক স্বার্থ এবং দেশের স্বার্থে দুটি সরকারি প্রতিষ্ঠানের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।পেট্রোবাংলার পরিচালক (অর্থ) মো. হারুন-অর-রশিদের সঞ্চালনায় দুটি পৃথক চুক্তি স্বাক্ষর করেন পেট্রোবাংলার সচিব সৈয়দ আশফাকুজ্জামান ও অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক মো. মোজাম্মেল হোসেন এবং উপ- মহাব্যবস্থাপক মো. সরফুল আলম। এ সময় পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) মো. মোস্তফা কামাল, পরিচালক (অপারেশন অ্যান্ড মাইন্স) প্রকৌশলী মো. কামরুজ্জামান, অগ্রণী ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক মাহমুদুল আমিন মাসুদ, মো. আব্দুস সালাম মোল্যাসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নির্বাহীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।