সিটি ব্যাংকের ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন

প্রকাশ | ২৬ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
নিল কু্যপল্যান্ড
পুঁজিবাজারে তালিকাভুক্ত দি সিটি ব্যাংক লিমিটেডের ৩০০ কোটি টাকার নন-কনভার্টেবল জিরো কুপন বন্ড অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ৭২০তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়। কমিশন সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বন্ডটির মেয়াদ হবে তিন বছর। এর বৈশিষ্ট্য হচ্ছে- নন-কনভার্টেবল, পূর্ণ অবসায়ন, অতালিকাভুক্ত এবং জিরো কুপন বন্ড। বন্ডটি তিন বছরে পূর্ণ অবসায়ন হবে। এই বন্ড বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারীরা প্রাইভেট পেস্নসমেন্টের মাধ্যমে কিনতে পারবেন। বন্ডটির অভিহিত মূল্য পাঁচ লাখ টাকা। বন্ড ইসু্যর মাধ্যমে উত্তোলন করা অর্থ সিটি ব্যাংক মূলধন ভিত্তি শক্তিশালী করার কাজে ব্যবহার করবে। এই বন্ডের ট্রাস্টি হিসেবে কাজ করছে এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। আর ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার হিসেবে রয়েছে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড। জাপান টোব্যাকোর ব্যবস্থাপনা পরিচালক নিল কু্যপল্যান্ড যাযাদি রিপোর্ট জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল (জেটিআই) কোম্পানিটি নিল কু্যপল্যান্ডকে বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছেন। তিনি ২০০৮ সালে রোমানিয়া, মলদোভা ও বুলগেরিয়ার জেনারেল ম্যানেজার (ম্যানেজিং ডিরেক্টর) হিসেবে জেটিআইয়ে যোগ দেন। পোল্যান্ড ও মধ্য আমেরিকার জেনারেল ম্যানেজার হিসেবেও তিনি এর আগে দায়িত্ব পালন করেছেন। জেটিআইয়ে যোগ দেয়ার আগে তিনি ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো পিএলসি, ইমপেরিয়্যাল টোব্যাকো পিএলসি ও এসআইসিপিএ প্রোডাক্ট সিকিউরিটি এসএ টোব্যাকো এবং টোব্যাকো সংশ্লিষ্ট ইন্ডাস্ট্রিতে সিনিয়র ম্যানেজমেন্টের ভূমিকা পালন করেছেন। নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে নিল বলেন, দ্রম্নতগতির অর্থনীতি, উন্নত বিনিয়োগ পরিবেশ ও দুর্দান্ত স্পন্দন শক্তি নিয়ে এগিয়ে যাওয়া বাংলাদেশে কাজ করার সুযোগ পেয়ে আমি সত্যিই আনন্দিত।