অগ্রণী ব্যাংক ও বিকাশের উপবৃত্তি বিতরণ চুক্তি

প্রকাশ | ২৭ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় অগ্রণী ব্যাংক লিমিটেড এবং বিকাশ লিমিটেডের সহায়তায় গত ২৪ ফেব্রম্নয়ারি বেলা ২টায় প্রায় ১০ লাখ শিক্ষার্থীর মাঝে ২৯২ কোটি টাকা উপবৃত্তি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও মো. মাহবুব হোসেন, সচিব শিক্ষা মন্ত্রণালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক, মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়। ওই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মু. ফজলুর রহমান, অতিরিক্ত সচিব ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর, এসইডিপি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও, মোহম্মদ শামস্‌-উল ইসলাম, বিকাশ লিমিটেডের সিইও কামাল কাদির। এ ছাড়া ওই অনুষ্ঠানে অগ্রণী ব্যাংক লিমিটেড, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, এসইডিপি এবং বিকাশ লিমিটেডের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি