ব্যাংক এশিয়ার স্বতন্ত্র পরিচালক হলেন আবুল কাসেম

প্রকাশ | ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
আবুল কাসেম
মাঃ আবুল কাসেম সম্প্রতি ব্যাংক এশিয়ার একজন স্বতন্ত্র পরিচালক নির্বাচিত হয়েছেন। ১৯৭৬ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগদানের মাধ্যমে তিনি পেশাজীবন শুরু করেন এবং ডেপুটি গভর্নর হিসেবে অবসর গ্রহণ করেন। বাংলাদেশ ব্যাংকে ৪০ বছরের পেশাজীবনে তিনি মুদ্রা ব্যবস্থাপনা, পেমেন্ট সিস্টেম, একাউন্টস্‌ এন্ড বাজেটিং, মানবসম্পদ ব্যবস্থাপনা, এসএমই অ্যান্ড স্পেশাল প্রজেক্ট, কৃষিঋণ, যোগাযোগ ও প্রকাশনা, ব্যয় ব্যবস্থাপনা, গবেষণা, পরিসংখ্যান, কেন্দ্রীয় ব্যাংক শক্তিশালীকরণ প্রকল্প (সিবিএসপি), বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে কাজের অভিজ্ঞতা লাভ করেন। এছাড়া তিনি দি সিটি ব্যাংক লিমিটেড ও পূবালী ব্যাংক লিমিটেডে বোর্ড পর্যবেক্ষক, বাংলাদেশ ইন্সস্টিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট এর বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান, ঢাকা স্টক এক্সচেঞ্জ, এসএমই ফাউন্ডেশন এবং সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন (বাংলাদেশ) লি. এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। জনাব কাসেম ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে বিএসএস (সম্মান) এবং এমএসএস ডিগ্রি লাভ করেন। কর্মসূত্রে তিনি দেশে বিদেশে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রশিক্ষণ প্রোগ্রামে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি