এক বছরের মধ্যে পুঁজিবাজারে সর্বোচ্চ লেনদেন

প্রকাশ | ১৪ মার্চ ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
ভাষার মাস ফেব্রম্নয়ারিতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ২০ কার্যদিবস লেনদেন হয়েছে। তাতে বিনিয়োগকারীদের শেয়ার কেনাবেচা বাবদ ১২ হাজার ৪২৭ কোটি ৭৭ লাখ ১৮ হাজার ৯৩৭ টাকার লেনদেন হয়েছে, যা জানুয়ারি মাসের তুলনায় ৪ হাজার কোটি টাকার বেশি। জানুয়ারিতে লেনদেন হয়েছিল ৮ হাজার ৭২ কোটি ২৩ লাখ ৩২ হাজার ৬১২ টাকা। শুধু তা-ই নয়, দরপতনের বছরের গত এক বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে চলতি বছরের ফেব্রম্নয়ারি মাসে। ফলে ডিএসই থেকে সরকারের রাজস্ব আহরণ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইর তথ্য মতে, গত বছর অর্থাৎ ২০১৯ সালের ফেব্রম্নয়ারিতে ডিএসইতে মোট ১৩ হাজার ৭৭৯ কোটি ১৩ লাখ ৮৪ হাজার ৯০৪ টাকার লেনদেন হয়েছিল। সে মাসে মোট ১৮ কার্যদিবস লেনদেন হয়েছিল। কিন্তু তারপর অর্থাৎ ২০১৯ সালের মার্চ মাস থেকে চলতি বছরের জানুয়ারি মাস পর্যন্ত মোট ১২টি মাসে কখনো লেনদেন ১০ হাজার কোটি টাকার ছাড়ায়নি।