মাস্ক রপ্তানি নিষিদ্ধ করেছে ইন্দোনেশিয়া

প্রকাশ | ১৫ মার্চ ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
নভেল করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় মাস্ক রপ্তানি নিষিদ্ধ করেছে ইন্দোনেশিয়া। দেশের অভ্যন্তরে সরবরাহ সংকুচিত হয়ে পড়ার আশঙ্কা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দেশটি জানিয়েছে। দেশটির বাণিজ্যমন্ত্রী আগুস সুপারমান্তো গতকাল এ ঘোষণা দিয়েছেন। খবর রয়টার্স। তবে দেশটি সাময়িকভাবে মাস্ক রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে। দেশটির অভ্যন্তরীণ চাহিদা বাড়ার সম্ভাবনা থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে মন্ত্রী জানিয়েছেন। তবে দেশীয় চাহিদার জোগান সম্পর্কে সরকার সন্তুষ্টি অর্জন করলে এ সিদ্ধান্ত প্রত্যাহার করা হবে বলেও জানান তিনি। এরই মধ্যে ইন্দোনেশিয়ার বিভিন্ন অঞ্চলে মাস্কের মূল্য বেড়ে গেছে। ভাইরাসের ভীতি ছড়িয়ে পড়ার সঙ্গে মাস্ক মজুত করার পরিকল্পনা লক্ষ করা যাচ্ছে। ভবিষ্যতে মাস্কের সংকট পড়তে পারে ভেবে ক্রেতারা এখন থেকেই মজুত করা শুরু করে দিয়েছেন। এ প্রবণতা মাস্কের মূল্যবৃদ্ধিতে প্রভাব ফেলছে। এ ছাড়া স্যানিটাইজার মজুত করার প্রবণতাও লক্ষ করা গেছে। এর মধ্যে দেশটিতে ৩৪ জনের আক্রান্তের খবর পাওয়া গেছে। এ ছাড়া একজনের মৃতু্য ঘটেছে বলে জানা গেছে। তবে মৃত ব্যক্তিটি একজন বিদেশি নাগরিক।