৩৮ সহকারী রাজস্ব কর্মকর্তাকে টাইমস্কেল প্রদান

প্রকাশ | ২০ মার্চ ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন শুল্ক, আবগারি ও ভ্যাট বিভাগের ৩৮ সহকারী রাজস্ব কর্মকর্তাকে ১ম উচ্চতর স্কেল ( টাইমস্কেল ) প্রদান করেছে সরকার। এরমধ্যে অবসর গ্রহণকারী ২৫ জন অবসরে চলে গেছেন। সম্প্রতি এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, চাকরি বেতন ভাতাদি আদেশ ২০১৫ এর অনুচ্ছেদ ৪ অনুসরণে জাতীয় বেতন স্কেল ২০০৯ এর ৭ ( ৯ ) অনুচ্ছেদ অনুযায়ী টাইমস্কেল প্রাপ্যতার সব শর্তাদি পূরণ করায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীনস্থ ( দপ্তর / সংস্থার ) দশম, একাদশ, দ্বাদশ গ্রেডভুক্ত স্বীকৃত ২য় শ্রেণির গেজেটেড কর্মকর্তাদের পদোন্নতি/উচ্চতর টাইমস্কেল/সিলেকশন গ্রেড প্রদান করা হয়েছে। এ বিষয়ক কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন শুল্ক, আবগারি ও ভ্যাট বিভাগের ৩৮ সহকারী রাজস্ব কর্মকর্তার অনুকূলে জাতীয় বেতন স্কেল, ২০০৯ এর ঢাকা ১২,০০০ - ২১,৬০০ টাকা (গ্রেড- ৮) বেতন স্কেলে ১ম উচ্চতর স্কেল ( টাইমস্কেল ) মঞ্জুর করা হলো। এদের সবাই ২০১৩ সালের ১ জুলাই থেকে ১ম উচ্চতর স্কেল (টাইমস্কেল) অনুযায়ী বেতন-ভাতা পাবেন। ১ম উচ্চতর স্কেল (টাইমস্কেল) প্রাপ্ত ৩৮ জনের মধ্যে ১৩ জন বর্তমানে কর্মরত রয়েছেন এবং ২৫ জন ইতোমধ্যে অবসর গ্রহণ করেছেন। বর্তমানে কর্মরত ১৩ জন হচ্ছেন- সহকারী রাজস্ব কর্মকর্তা মো. মহিবুবর রহমান সরকার, মীর হোসেন, মো. ফারুক আলম, মীর হোসেন, মোহাম্মদ হারেস মিয়া, জিয়া উদ্দিন আহমেদ, আব্দুল মান্নান মজুমদার, মো. মোসফিকুর রহমান চৌধুরী, আহাম্মদ ছালাউদ্দিন, সালমা পারভীন বানু, মো. কামরুল ইসলাম, নাজির আহমেদ অলক এবং এ. বি. এম সালাহউদ্দিন। অবসর গ্রহণকারী ২৫ জন হচ্ছেন- জহর লাল বিশ্বাস (অব.), কাবুল চন্দ্র বিশ্বাস (অব.), মো. ফিরোজ আলম, মো. জাহাঙ্গীর হোসেন (অব.), মো. শামছুর রহমান (অব.), মো. এমদাদুল হক মিয়া, মো. শাহনেওয়াজ (অব.), মো. মনিরুজ্জামান খোশনবীশ (অব.), মো. আব্দুল হালিম (অব.), মো. মোশাররফ হোসেন (অব.), মো. মতিয়ার রহমান (অব.), মো. রুহুল আমিন (অব.), বেনজির আহাম্মদ (অব.), মো. নেয়ামত আলী (অব.), সৈয়দ আলমগীর আলী, মাহবুবা বেগম, মোহাম্মদ হারুন (অব.), আবু তাহের তালুকদার (অব.), ফজলুল হক ভূইয়া শেখ খিলাফত হোসেন (অব.), মাহফুজুর রহমান (অব.), মো. খোরশেদুল আলম (অব.), মো. শামছুল আহসান হাওলাদার (অব.) এবং মোনোয়ারা শিরীন, নওজেশ আহমেদ (অব.)।