করোনাভাইরাস ভার্চুয়াল মিডিয়ায় ব্রিফিং করবে সিপিডি

প্রকাশ | ২০ মার্চ ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
বিশ্বব্যাপী মাহামারি রূপ নিয়েছে করোনাভাইরাস। আক্রান্ত হয়ে ইতিমধ্যে দেশে একজনের মৃতু্য হয়েছে। দিন দিন বাড়ছে এর সংখ্যা। যা দেশের জন্য একটি উদ্বেগজনক স্বাস্থ্য ও অর্থনৈতিক ঝুঁকি তৈরি করেছে। এমন পরিস্থিতিতে ভার্চুয়াল মিডিয়া ব্রিফিং করবে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)। বৃহস্পতিবার সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, শনিবার (২১ মার্চ) ভার্চুয়াল মিডিয়া ব্রিফিং হবে। উদ্ভূত পরিস্থিতিতে জনসমাগম এড়াতে সিপিডি মিডিয়া ব্রিফিংটি লাইভ স্ট্রিমিংয়ের উদ্যোগ নিয়েছে। ব্রিফিংয়ে 'করোনা ভাইরাসের স্বাস্থ্য ও অর্থনৈতিক ঝুঁকি এবং করণীয়' শীর্ষক বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন ধরনের ঝুঁকির পর্যালোচনা এবং সম্ভাব্য করণীয় সম্পর্কে তুলে ধরবে গবেষণা সংস্থাটি।