বহুজাতিক কোম্পানি

সবচেয়ে বেশি দর কমেছে হাইডেলবার্গ সিমেন্টের

প্রকাশ | ২২ মার্চ ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
সদ্য সমাপ্ত সপ্তাহে তীব্র দরপতনের মধ্যে দিয়ে পার করেছে পুঁজিবাজার। এতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানিগুলোর ওপরেও নেতিবাচক প্রভাব পড়েছে। আলোচ্য সপ্তাহে ৯২ শতাংশ বহুজাতিক কোম্পানির দর কমেছে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, গত সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে হাইডেলবার্গ সিমেন্ট লিমিটেডের। এই কোম্পানির ৭.৫ শতাংশ দর কমেছে। আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বশেষ ১৩৫ টাকা দরে লেনদেন হয়। ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি (বিএটিবিসি) ৭.১ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। শেয়ারটি সর্বশেষ ৮৯৩ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। লিন্ডে বাংলাদেশ ৫.৬ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বশেষ এক হাজার ১৮৯ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বার্জার পেইন্টসের ২.৫ শতাংশ, গস্নাক্সোস্মিথক্লাইনের দশমিক ৮ শতাংশ, গ্রামীণফোনের ৫ শতাংশ, লাফার্জহোলসিমের ২.৯, ম্যারিকোর ৪.৪শতাংশ, আরএকে সিরামিকসের ৪.৭ শতাংশ, সিঙ্গারবিডির ৩.৩ শতাংশ ও রেকিট বেনকিজারের ২.২ শতাংশ দর কমেছে।