পলওয়েল সুপার মার্কেটে স্যানিটাইজার ব্যবহার কর্মসূচি

প্রকাশ | ২৪ মার্চ ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে রাজধানীর পলওয়েল সুপার মার্কেটে গণসচেতনামূলক স?্যানিটাইজার ব্যবহার কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। সোমবার নয়াপল্টনে পলওয়েল সুপার মার্কেট দোকান মালিক সমিতির উদ্যোগে মার্কেটের ৪টি প্রবেশদ্বারে এই ব্যতিক্রমধর্মী স্যানিটাইজার ব্যবহার কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি ও এফবিসিসিআই'র সাবেক সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব মো. জহিরুল হক ভূইয়া। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক সমিতির সভাপতি আবদুল কাইয়ুম তালুকদার মণি, সাধারণ সম্পাদক জসিমউদ্দিন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শামসুল হক, সহ-সভাপতি মাহতাবউদ্দিন নয়ন ও মো. আবুল কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন ও এবিএম সালাহউদ্দিন, কোষাধ্যক্ষ মো. মাজহারুল হক, দপ্তর সম্পাদক নাঈম শাহীদ প্রমুখ।