মার্কেন্টাইল ব্যাংকে রপ্তানিকারক গ্রাহকদের প্রশিক্ষণ

প্রকাশ | ২৪ মার্চ ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
মার্কেন্টাইল ব্যাংকে সম্প্রতি ব্যাংকের রপ্তানিকারক গ্রাহকদের জন্য 'ঊঢচ ওংংঁব ধহফ জবঢ়ড়ৎঃরহম ড়ভ উঁঢ়ষরপধঃব ঊঢচ রহ ইধহমষধফবংয ইধহশ ঙহষরহব ঊীঢ়ড়ৎঃ গড়হরঃড়ৎরহম ঝুংঃবস (ঙঊগঝ)' শীর্ষক একটি বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি উপস্থিত গ্রাহকদের ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকে যথাসময়ে নির্ভুল ইএক্সপি রিপোর্ট দাখিলের ক্ষেত্রে এ ধরনের সময়োপযোগী প্রশিক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। আন্তর্জাতিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডিএমডি মো. শামীম আহমেদ ও ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে ব্যাংকের প্রধান কার্যালয়ের আন্তর্জাতিক বিভাগের কর্মকর্তারা সেশন পরিচালনা করেন। বিজ্ঞপ্তি