প্রকাশ | ২৪ মার্চ ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
করোনাভাইরাস প্রতিরোধে প্রস্তুত এনআরবিসি ব্যাংক কোভিড-১৯ বা করোনাভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিয়েছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগসহ সব শাখা ও উপশাখায় পর্যাপ্ত মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড গস্নাভস সরবরাহ করা হয়েছে এবং যথাশীঘ্রই পিপিই-ও সরবরাহ করা হবে। এর পাশাপাশি জরুরি প্রয়োজনে ব্যাংকে আসা গ্রহকদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্যও প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও, কোভিড-১৯ বা করোনাভাইরাস আক্রান্তদের সহায়তায় কোভিড-১৯ নামে একটি ফান্ড গঠন করেছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। এই ফান্ড গঠনের জন্য এনআরবিসি ব্যাংকের পরিচালকরা ৪৫ লাখ টাকা এবং প্রত্যেক কর্মী তাদের একদিনের বেতনের সমপরিমাণ টাকা প্রদান করবেন। সমাজের স্বহৃদয়বান ব্যক্তিরাও এনআরবিসি ব্যাংকের যে কোনো শাখা/উপশাখায় 'ঈঙঠওউ-১৯ (ঈঙজঙঘঅঠওজটঝ) ঋটঘউ গঅঘঅএঊগঊঘঞ অঈঈঙটঘঞ্থ শীর্ষক অ্যাকাউন্ট নম্বর- ০১০১ ৩৬০০০০০০১৪৮-এ এই ফান্ডে অর্থ প্রদান করতে পারবেন। ফান্ডের সম্পূর্ণ টাকা জনস্বার্থে স্বচ্ছতার ভিত্তিতে খরচ করা হবে এবং খরচের খাতসমূহের হালনাগাদ বিস্তারিত তথ্য ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পরবর্তীতে এই ফান্ডের অব্যবহৃত অর্থ (যদি থাকে) জনকল্যাণকর কাজে ব্যয় করা হবে। সর্বোপরি, কোভিড-১৯ বা করোনাভাইরাস প্রতিরোধে এনআরবিসি ব্যাংক একটি বিশেষ টাস্কফোর্স গঠন করেছে। বিজ্ঞপ্তি