আইপিওর নিলাম পদ্ধতি

খতিয়ে দেখতে বিএসইসির তদন্ত কমিটি গঠন

প্রকাশ | ২৭ মার্চ ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
স্টক এক্সচেঞ্জের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) নিলাম পদ্ধতি বা ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের (ইএসএস) কারিগরি বিষয়গুলো খতিয়ে দেখতে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বিএসইসির ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের পরিচালক রাজীব আহমেদকে আহ্বায়ক করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন ক্যাপিটাল ইসু্য বিভাগের উপ-পরিচালক মো. ফারুক হোসেন, এমআইএস বিভাগের সহকারী পরিচালক গৌর চাঁদ সরকার ও সার্ভিল্যান্স বিভাগের সহকারী পরিচালক মো. শহীদুল ইসলাম।