চীনের আমদানিতে নতুন রেকর্ড

প্রকাশ | ২৮ মার্চ ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
পরিশোধন সক্ষমতা বৃদ্ধি, কৌশলগত কারণে অনুসন্ধান কমিয়ে আনা ও তুলনামূলক স্থিতিশীল অভ্যন্তরীণ উত্তোলন গত বছর চীনের জ্বালানি তেল খাতে এ তিনটি বিষয় ছিল সবচেয়ে আলোচিত। চাহিদা প্রবৃদ্ধির বিপরীতে উত্তোলন খাত শ্লথ থাকায় এ সময় দেশটি জ্বালানি তেলের ক্ষেত্রে আমদানি নির্ভরতা বাড়িয়েছে। ফলে বছর শেষে চীনে অপরিশোধিত জ্বালানি তেল আমদানিতে নতুন রেকর্ড হয়েছে। খবর রয়টার্স। চীনের জ্বালানি তেল খাতের গতি-প্রকৃতি নিয়ে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ)। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে রেকর্ড পরিমাণ অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছে চীন। এ সময় দেশটিতে প্রতিদিন গড়ে ১ কোটি ১ লাখ ব্যারেল জ্বালানি তেল আমদানি হয়েছে, যা আগের বছরের তুলনায় দৈনিক নয় লাখ ব্যারেল বেশি। চীনের ইতিহাসে এটাই জ্বালানি তেল আমদানির সর্বোচ্চ রেকর্ড। ২০১৬ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র বিশ্বের শীর্ষ জ্বালানি তেল আমদানিকারক ছিল। ইআইএ জানিয়েছে, ২০১৭ সালে এসে যুক্তরাষ্ট্রকে টপকে চীন বিশ্বের শীর্ষ জ্বালানি তেল আমদানিকারক হিসেবে আত্মপ্রকাশ করে। এরপর থেকে শীর্ষ অবস্থান ধরে রেখেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এ অর্থনীতি। তবে চলতি বছরের শুরু থেকে করোনাভাইরাসের মহামারীর কারণে দেশটিতে জ্বালানি তেলের চাহিদা অনেকটাই কমেছে। ফলে বছর শেষে চীনে অপরিশোধিত জ্বালানি তেলের আমদানি প্রবৃদ্ধি কমে আসার সম্ভাবনা রয়েছে।