বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষে বিএসআরএম

প্রকাশ | ২৯ মার্চ ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
গত সপ্তাহে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর তালিকায় শীর্ষ স্থানটি দখল করেছে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম)। বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়েই দাম কমেছে। এতে কোম্পানিটির শেয়ারের দামে বড় ধরনের পতন হয়েছে। এদিকে দাম কমে যাওয়ার পরও বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে ২ কোটি ৮ লাখ ১০ হাজার টাকা। আর প্রতি কার্যদিবসে গড় লেনদেন হয়েছে ৫২ লাখ ২ হাজার টাকা। অপরদিকে শেয়ারের দাম কমেছে ৯ দশমিক ৫৫ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম কমেছে ৫ টাকা ৭০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ৫৪ টাকা, যা তার আগের সপ্তাহ শেষে ছিল ৫৯ টাকা ৭০ পয়সা। ডিএসইর তথ্য অনুযায়ী, ২৩৬ কোটি ৬ লাখ টাকা পরিশোধিত মূলধনের এই কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ২৩ কোটি ৬০ লাখ ৬৮ হাজার ২৩৭টি। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে আছে ৪০ দশমিক ৯৭ শতাংশ শেয়ার। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ২২ দশমিক ১৮ শতাংশ। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৯ দশমিক ৭৮ শতাংশ এবং বিদেশিদের কাছে ১৭ দশমিক শূন্য ৭ শতাংশ শেয়ার আছে। বিএসআরএম'র পরেই গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর তালিকায় ছিল ম্যাকসন স্পিনিং। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ৮ দশমিক ৯৩ শতাংশ। এরপরই রয়েছে খান ব্রাদার পিপি ওভেন ব্যাগ।