কর্মীদের অফিসে থাকা-খাওয়ার ব্যবস্থা করল ফিফোটেক

প্রকাশ | ৩১ মার্চ ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
দেশে উদ্ভূত করোনাভাইরাস পরিস্থিতিতে গ্রাহকদের জরুরি সেবা নিশ্চিতে কর্মচারীদের অফিসে থাকা-খাওয়ার ব্যবস্থা করেছে তথ্যপ্রযুক্তি খাতে কর্মরত প্রতিষ্ঠান ফিফোটেক। রাজধানীর কারওয়ান বাজারের সফটওয়্যার টেকনোলজি পার্কের দশম তলায় প্রতিষ্ঠানটির অফিস। দেশে করোনাভাইরাস সংক্রমণের পর থেকে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানকে জীবাণুমুক্ত করা এবং কর্মরত কর্মচারীদের বিনামূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হবে। একই সঙ্গে নির্দেশনা দেন বাইরে থেকে কেউ এলে জীবাণুনাশক স্প্রে ব্যবহার করে তবেই ভেতরে প্রবেশ করে। এ বিষয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তৌহিদ হোসেন জানান, করোনাভাইরাস পরিস্থিতিতে প্রতিষ্ঠানটির ৩৫০ জন কর্মীর মধ্যে প্রায় ৩০০ জন বর্তমানে বাসা থেকে কাজ করছেন। বাকিরা অফিসে থেকে ডিউটি করছেন। তবে গুরুত্বপূর্ণ তথ্য হলো, অফিসে যারা অবস্থান করছেন, তাদের প্রত্যেকের মধ্যে নূ্যনতম তিন ফুট দূরত্ব বিদ্যমান এবং সবাই মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করছেন। গত সাতদিন ধরে অফিস কোয়ারিন্টেনে থাকা কর্মীদের নির্দেশনা দেয়া রয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা কোনো অবস্থাতেই অফিস থেকে বের হতে পারবেন না।