ডেল্টা হসপিটাল

ছুটির কারণে আটকে আছে কাট-অফ প্রাইস নির্ধারণ

প্রকাশ | ০১ এপ্রিল ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
ডেল্টা হসপিটালের বিডিং বা নিলামের কাট অফ প্রাইসের তথ্য সরকার ঘোষিত সাধারণ ছুটির পরই প্রকাশ হবে। নিয়ম অনুসারে ২৫ মার্চ (বুধবার) এই তথ্য প্রকাশ হওয়ার কথা থাকলেও ব্যাংক সেটেলমেন্ট জটিলতায় আটকে গেছে ডেল্টা হসপিটালের বিডিংয়ের তথ্য প্রকাশ। ফলে করোনার কারণে বন্ধ হওয়া পুঁজিবাজার ও ব্যাংকের ছুটির পর লেনদেন শুরু হলে এই তথ্য প্রকাশ করা হবে। পাবলিক ইসু্য রুলস অনুযায়ী, নিলামে অংশগ্রহণকারীদেরকে টাকা অগ্রিম প্রদান করতে হয়। এক্ষেত্রে একজন বিডার যে পরিমাণ দর প্রস্তাব করবেন, সে পরিমাণ অর্থ আগেই ডিএসইর ব্যাংক হিসাবে পে অর্ডারের মাধ্যমে জমা দিতে হয়। ডেলটার নিলামে অংশ নেওয়া কিছু দর প্রস্তাবকারীর টাকা এখনো ডিএসইর ব্যাংক হিসাবে ঢুকেনি। এই সেটেলমেন্ট জটিলতার কারণেই বিডিং শেষেও ডেলটার কাট-অফ প্রাইসের তথ্য প্রকাশ করা হচ্ছে না। কারণ ওইসব দর প্রস্তাবকারীদের টাকা ডিএসইর ব্যাংক হিসাবে গেলে কাট-অফ প্রাইস গণনায় তাদের দর প্রস্তাবকে বিবেচনায় নেওয়া হবে। অন্যথায় বাতিল হবে তাদের দর প্রস্তাব।