প্রতিকূলতার মধ্যেও হুয়াওয়ের বিক্রি বেড়েছে

প্রকাশ | ০৩ এপ্রিল ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি রিপোর্ট ২০১৯ সালে মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়লেও স্মার্টফোন এবং অন্যান্য পণ্য বিক্রিতে দুই অংকের প্রবৃদ্ধি অর্জন করেছে হুয়াওয়ে। গত বছর প্রতিষ্ঠানটির মোট বিক্রি ৮৫ হাজার ৮৮০ কোটি চাইনিজ ইউয়ানে (১২৩ বিলিয়ন ডলার) পৌঁছেছে, যা আগের বছরের চেয়ে ১৯ দশমিক ১ শতাংশ বেশি। এছাড়া গত বছর প্রতিষ্ঠানটির মুনাফা হয়েছে ৬ হাজার ২৭০ কোটি ইউয়ান (৯ বিলিয়ন ডলার), যা এক বছর আগের চেয়ে ৫ দশমিক ৬ শতাংশ বেশি। চীনের শেনঝেন থেকে এক অনলাইন বিবৃতিতে প্রকাশিত গত বছরের আর্থিক খতিয়ানে এমন তথ্যই জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর এপি। চীনভিত্তিক প্রতিষ্ঠানটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ২০১৯ সালে অর্জিত রাজস্বের প্রায় ১৫ দশমিক ৩ শতাংশ বা ১৩ হাজার ১৭০ কোটি ইউয়ান (১৮ দশমিক ৫ বিলিয়ন ডলার) গবেষণা ও উন্নয়ন খাতে বিনিয়োগ করেছে। এ নিয়ে গত এক দশকে গবেষণা ও উন্নয়ন খাতে প্রতিষ্ঠানটির ব্যয়ের অংক ৬০ হাজার কোটি ইউয়ান অতিক্রম করেছে। প্রতিকূলতার মধ্যেও গত বছর হুয়াওয়ের জন্য অসাধারণ ছিল মন্তব্য করে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এরিক যু বলেন, মার্কিন চাপ থাকা সত্ত্বেও আমাদের কর্মীরা কেবল গ্রাহকদের জন্য ভালোমানের নতুন পণ্য ও সেবা তৈরির প্রতিই অধিক মনোযোগ দিয়েছেন। গ্রাহক আস্থা অর্জনে আমরা এবং বিশ্বজুড়ে আমাদের অন্য অংশীদাররা কঠোর পরিশ্রম করেছি।