বিশ্বের প্রথম পোর্টেবল বেসিন হ্যাপি ট্যাপ এখন বাংলাদেশে

প্রকাশ | ০৩ এপ্রিল ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
সম্প্রতি ওয়াটারশেড হোল্ডিংস সিঙ্গাপুর লিমিটেড বাংলাদেশে নিয়ে এলো বিশ্বের প্রথম পোর্টেবল বেসিন হ্যাপি ট্যাপ। এই মুহূর্তে সারাবিশ্বে করোনাভাইরাস/কোভিড-১৯ থেকে সুরক্ষা পেতে এবং এর ছড়িয়ে পড়া রোধ করতে বারবার হাত ধোয়া ও পরিচ্ছন্নতার গুরুত্ব নিয়ে বলা হচ্ছে। এক্ষেত্রে হ্যাপি ট্যাপের সহজে বহনযোগ্যতা সকলকে সুরক্ষিত ও পরিচ্ছন্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ঘরে ও ঘরের বাইরেও। দীর্ঘদিন ধরে মানুষের দৈনন্দিন জীবন সহজ করতে বিভিন্ন পণ্য তৈরি ও বাজারজাত করছে ওয়াটারশেড হোল্ডিংস সিঙ্গাপুর লিমিটেড। এই ধারা অব্যাহত রেখে সম্প্রতি তারা প্রতিষ্ঠা করেছে হ্যাপি ট্যাপ বাংলাদেশ লিমিটেড। ২০১৩ সাল থেকে, পরিষ্কার-পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা ও সবার সুবিধার বিষয়টি চিন্তা করে তারা বাজারে নিয়ে আসে বিশ্বের প্রথম পোর্টেবল বেসিন। ইউনিলিভার পিএলসি, ডিএফআইডি ও আর্নেস্ট এন্ড ইয়ং এর সমাজ কল্যাণমূলক স্টার্টআপ ট্রান্সফর্ম এর সহায়তায় বিভিন্ন গবেষণার পর হ্যাপিট্যাপ ২০১৮ সালের জানুয়ারিতে স্বল্প পরিসরে যাত্রা শুরু করে। দীর্ঘ দুই বছরের গবেষণার মাধ্যমে ভোক্তাদেও আচার-আচরণ ও অভ্যাস বিশ্লেষণ করা হয় এবং সেই অনুযায়ী হ্যাপি ট্যাপ ডিজাইন করা হয়। এরপর ২০২০ সালের ফেব্রম্নয়ারি মাসে হ্যাপি ট্যাপ বাংলাদেশে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে। হ্যাপি ট্যাপ বাংলাদেশ লিমিটেড এর চিফ এক্সিকিউটিভ অফিসার জেফ্রি রেভেল বলেন, 'আমাদেও লক্ষ্য খুবই সাধারণ, সবাই সাবান দিয়ে নিয়মিত হাত ধুবে'। দুর্ভাগ্যবশত, দীর্ঘদিন ধরে হাত ধোয়ার মতো গুরুত্বপূর্ণ অভ্যাস অবহেলিত হয়ে আসছিল। কিন্তু আমরা সবসময় বিশ্বাস করি শুধু সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমেই আমরা বিভিন্ন ইনফেকশন ও বৈশ্বিক যেকোনো মহামারি রুখতে পারি। তাই এক দশকেরও বেশি সময় ধরে হ্যাপি ট্যাপ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার অভ্যাস গড়ে তুলতে সবার থেকে এগিয়ে আছে। আমরাই প্রথম কোম্পনি, যারা দেখতে আকর্ষণীয় ও সবার জন্য সুবিধাজনক, এমন এক পোর্টেবল বেসিন বাজারে এনেছি। দুই বছরের গভীর গবেষণার শেষে যে বেসিনটি তৈরি করা হয়েছে, এটি আসলে বাংলাদেশের মানুষের সুবিধার কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। আমরা নিশ্চিত যে বাংলাদেশের প্রতিটি বাড়িতে, স্কুল ও স্বাস্থ্যসেবা সংস্থায় প্রতিটি মানুষকে এটি নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে সাহায্য করবে।" বিজ্ঞপ্তি