১৪ লাখ টন চাল রপ্তানি ভিয়েতনামের

প্রকাশ | ০৪ এপ্রিল ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ২০১৯ সাল পার করেছে ভিয়েতনামের চাল রপ্তানি খাত। চলতি বছরের শুরু থেকেও দেশটির চাল রপ্তানিতে চাঙ্গা ভাব বজায় রয়েছে। ২০২০ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ভিয়েতনাম থেকে খাদ্যপণ্যটির রপ্তানি ১ শতাংশের বেশি বেড়েছে। এ সময় চাল রপ্তানি বাবদ দেশটির আয় বেড়েছে প্রায় ৮ শতাংশ। ভিয়েতনামের রাষ্ট্রায়ত্ত জেনারেল স্ট্যাটিস্টিকস অফিসের (জিএসও) সর্বশেষ মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স ও সিনহুয়া। ভিয়েতনাম বিশ্বের তৃতীয় শীর্ষ চাল রপ্তানিকারক দেশ। জিএসওর প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ১৪ লাখ টন চাল রপ্তানি হয়েছে, যা আগের বছরের একই প্রান্তিকের তুলনায় ১ দশমিক ১ শতাংশ বেশি। রপ্তানি বৃদ্ধির পাশাপাশি গত জানুয়ারি-মার্চ প্রান্তিকে চাল রপ্তানি বাবদ ভিয়েতনামের রপ্তানিকারকদের আয়ও আগের বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৯ শতাংশ বেড়েছে। জিএসওর প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে চাল রপ্তানি করে দেশটি মোট ৬৫ কোটি ৩০ লাখ ডলার আয় করেছে। মাসভিত্তিক হিসেবে সর্বশেষ মার্চে ভিয়েতনামের রপ্তানিকারকরা আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ৪ লাখ ৮০ হাজার টন চাল রপ্তানি করেছেন বলে প্রতিবেদনে জানিয়েছে সংস্থাটি। এ সময় খাদ্যপণ্যটি রপ্তানি বাবদ দেশটির আয় দাঁড়িয়েছে ২২ কোটি ২০ লাখ ডলারে।