এক দশকের মধ্যে পামঅয়েলের সর্বোচ্চ দরপতন

প্রকাশ | ০৫ এপ্রিল ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার বাজারে পামঅয়েলের দরপতন অব্যাহত রয়েছে। সম্প্রতি পণ্যটির দাম আগের তুলনায় আরও কমে এসেছে। শুক্রবার ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে পামঅয়েলের দাম টনপ্রতি প্রায় ৬ শতাংশ কমেছে। এর মধ্য দিয়ে পামঅয়েলের সাপ্তাহিক গড় দামে এক দশকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় পতন দেখা গেছে। খবর স্টার অনলাইন ও রয়টার্স। বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে এদিন মে মাসে সরবরাহ চুক্তিতে প্রতি টন পামঅয়েল ৩২২ রিঙ্গিত (মালয়েশিয়ান মুদ্রা) বা ৫৪৮ ডলার ২৯ সেন্টে বিক্রি হয়েছে, যা আগের দিনের তুলনায় টনপ্রতি ১৩৭ রিঙ্গিত কম। এক দিনের ব্যবধানে পামঅয়েলের দাম কমেছে ৫ দশমিক ৫৭ শতাংশ। গত বছরের ২৩ অক্টোবরের পর মালয়েশিয়ার বাজারে এটাই পামঅয়েলের সর্বনিম্ন দাম। সর্বশেষ সপ্তাহে মালয়েশিয়ার বাজারে প্রতি টন পামঅয়েলের সাপ্তাহিক গড় দামে ১১ দশমিক ৪৪ শতাংশ পতন দেখা গেছে।