সংবাদ সংক্ষপে

প্রকাশ | ০৮ মে ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
চীন থেকে ভারতে যাচ্ছে উৎপাদন যাযাদি ডেস্ক করোনাভাইরাসের প্রকোপে বদলে যাচ্ছে বিশ্ব পরিস্থিতি। যে চীন মুক্তবাজারের হাত ধরে বিশ্বের শীর্ষ উৎপাদনকারীতে পরিণত হয়েছিল, এই অবস্থায় সেই বাস্তবতা বদলাতে শুরু করেছে। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবর, বিশ্বের প্রায় এক হাজার কোম্পানি ভারতীয় সরকারের বিভিন্ন পর্যায়ের সঙ্গে আলোচনা শুরু করেছে, কীভাবে ভারতে কারখানা নিয়ে আসা যায়। এদের মধ্যে অন্তত ৩০০টি কোম্পানি খুবই সক্রিয়। তারা মোবাইল ফোন, ইলেকট্রনিক পণ্য, চিকিৎসা সামগ্রী, কৃত্রিম তন্তু উৎপাদনের কারখানা ভারতে সরিয়ে আনতে চায়। ভারতের সরকারি কর্মকর্তাদের সূত্রে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, এই কোম্পানিগুলো ভারতকে উৎপাদনের বিকল্প উৎস হিসেবে বিবেচনা করছে। এ লক্ষ্যে তারা ভারতের বিনিয়োগ উন্নয়ন দপ্তর, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তর ও রাজ্য সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এই এক হাজার কোম্পানির মধ্যে ৩০০ কোম্পানিকে তারা লক্ষ্যবস্তু করেছেন। ভারতীয় গণমাধ্যম বিজনেস টুডেকে এক সরকারি কর্মকর্তা বলেন, 'আমরা আশাবাদী, করোনাভাইরাস একবার নিয়ন্ত্রণে এলে কারখানা স্থানান্তর প্রক্রিয়া বাস্তব রূপ পাবে। তখন ভারত উৎপাদনের বিকল্প উৎস হয়ে উঠবে। জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মতো অনেক দেশ এখন চীনের ওপর অতিমাত্রায় নির্ভরশীল, ব্যাপারটা দিবালোকের মতো পরিষ্কার।' ভারত সরকার অভ্যন্তরীণ পর্যায়ে উৎপাদন বাড়াতে গত বছরের সেপ্টেম্বর মাসে করপোরেট কর হার কমিয়ে ২৫ দশমিক ১৭ শতাংশ করেছে। নতুন উৎপাদকদের জন্য তো এই হার দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন পর্যায়ে নিয়ে এসেছে ভারত। তা মাত্র ১৭ শতাংশ। করের নিম্নহার ও গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (জিএসটি) বদৌলতে ভারত উৎপাদন খাতের বিনিয়োগের বড় একটি অংশ করায়ত্ত করতে চায়।কর হার হ্রাসের পর ভারত এখন উৎপাদনের খরচ কমানোয় নজর দিয়েছে।