মহামারিতেও রেকর্ড উচ্চতায় অস্ট্রেলিয়ার বাণিজ্য উদ্বৃত্ত

প্রকাশ | ০৯ মে ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
মার্চের শেষের দিক থেকে নভেল করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করছে অস্ট্রেলিয়া। প্রাণঘাতী মহামারিটির কারণে সারা বিশ্ব যখন অর্থনৈতিক মন্দার প্রহর গুনছে, তখন একটি সুখবর শোনাল দেশটি। আকরিক লোহার মতো কমোডিটির রপ্তানি মূল্য ও চাহিদা বেড়ে যাওয়ায় অস্ট্রেলিয়ার বাণিজ্য উদ্বৃত্ত নতুন উচ্চতায় পৌঁছেছে। খবর বস্নুমবার্গ। সম্প্রতি প্রকাশিত অস্ট্রেলিয়ান বু্যরো অব স্ট্যাটিস্টিকসের উপাত্ত বলছে, মার্চে দেশটির বাণিজ্য উদ্বৃত্ত রেকর্ড ১ হাজার ৬০ কোটি অস্ট্রেলীয় ডলারে (৬৮০ কোটি মার্কিন ডলার) উন্নীত হয়েছে। অর্থনীতিবিদরা ৬০০ কোটি অস্ট্রেলীয় ডলার উদ্বৃত্তের পূর্বাভাস দিয়েছিলেন। ফেব্রম্নয়ারিতে অস্ট্রেলিয়ার বাণিজ্য উদ্বৃত্ত ছিল ৩৯০ কোটি অস্ট্রেলীয় ডলার। মার্চে দেশটির রপ্তানি বেড়েছে ১৫ শতাংশ। ২০০০ সালের সেপ্টেম্বরের পর এ হার সর্বোচ্চ। ওয়েস্টপ্যাক ব্যাংকিং করপোরেশনের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ অ্যান্ড্রু হ্যানলান বলেছেন, 'চীন ধীরে ধীরে উৎপাদনে ফিরতে শুরু করায় বাণিজ্য গতি পেয়েছে।