স্বাস্থ্যবিধি মেনেই পণ্য সরবরাহ দাবি ফুডপ্যান্ডার

প্রকাশ | ১৪ মে ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
করোনাভাইরাস মহামারির বিস্তার ঠেকাতে ২৬ মার্চ থেকে দেশে সাধারণ ছুটি চলছে। অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, গণপরিবহণ সবই বন্ধ। এই পরিস্থিতিতে নগরবাসীর অনেকেই ঘরে বসে নিত্যপণ্যের চাহিদা মেটাচ্ছেন অনলাইনে কেনাকাটা করে। কিন্তু প্রশ্ন উঠেছে যারা এই সেবাটি দিচ্ছেন, তারা যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলছেন কি না? গত ১৩ মে যায়যায়দিনের শেষ পাতায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন সুপারশপ ও অনলাইন মার্কেটপেস্নসের 'ডেলিভারিম্যানদের' অনেকেই পিপিই পরছেন না। কারও হাত খালি, কেউ নিজের সুরক্ষার জন্য মাস্কও পরছেন না। প্রতিবেদনে শ্যামলীর এক বাসিন্দাকে উদ্ধৃত করে বলা হয়েছে, ফুডপ্যান্ডা থেকে বেশ কয়েকবার খাবার অর্ডার করেন তিনি। তবে ডেলিভারিপারসন কাউকেই সুরক্ষা উপকরণ পরতে দেখেননি। মাস্ক ছাড়া ডেলিভারি দিতেও এসেছে কয়েকজন। যদিও ওই প্রতিষ্ঠানের কর্মকর্তারা দাবি করছেন, স্বাস্থ্যবিধি মেনেই পণ্য সরবরাহ করছেন তারা।