৪০ দিন পর খুলল মারুতি-সুজুকি

প্রকাশ | ১৫ মে ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
করোনাভাইরাস সংক্রমণ এড়াতে বিশ্বের অধিকাংশ দেশে লকডাউন চলছে। ফলে বন্ধ রয়েছে অনেক শিল্প-কলকারখানা। করোনা মোকাবিলায় স্বাভাবিক কাজকর্ম বন্ধ থাকায় অনেকটাই ক্ষতির সম্মুখীন হতে হয়েছে ভারী শিল্পকে। অন্যান্য দেশের মতো ভারতেও লকডাউন চলছে। তাই সেখানকার কল-কারখানাও স্থবির হয়ে আছে। তবে আশা জাগিয়ে একটানা ৪০ দিনেরও বেশি সময় ধরে কাজকর্ম বন্ধ রাখার পর হরিয়ানার মানেসর কারখানায় গাড়ি তৈরির কাজ শুরু করেছে মারুতি। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, টানা ৪০ দিন বন্ধ থাকার পর মানেসরে মারুতির কারখানায় গাড়ি তৈরির কাজ শুরু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অনেকেই। তবে কাজ শুরু হলেও এখনই ১০০ শতাংশ কর্মীকে নিয়ে কাজ করা যাচ্ছে না। ৭৫ শতাংশ পর্যন্ত কর্মীকে নিয়ে একটি মাত্র শিফটে কাজ চালাতে হচ্ছে। মারুতি সুজুকি ইন্ডিয়ার চেয়ারম্যান আরসি ভার্গব বলেন, মানেসরের কারখানায় মঙ্গলবার থেকে আবার উৎপাদন শুরু হয়েছে। তবে পূর্ণ ক্ষমতায় কাজ শুরু এখনই হচ্ছে না। তিনি আরও জানান, সংস্থার গুরু গ্রামের কারখানায় কাজ শুরু করার অনুমতি দিয়েছে প্রশাসন। তবে পরিস্থিতি স্বাভাবিক না হলে সেখানে কাজ শুরু করা হবে না। এখনই দেশে স্বাভাবিকভাবে গাড়ি বিক্রি করার মতো পরিবেশ তৈরি হয়নি। তাই এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। মানেসর এবং গুরুগ্রাম-মারুতির এই দুই কারখানায় বছরে সাড়ে ১৫ লাখ গাড়ি তৈরি ক্ষমতা রয়েছে। গত ২২ মার্চ রফিউয়ের দিন থেকে কাজ বন্ধ ছিল সেখানে।