​​​​​​​সাগরের বুকে নৌকা ভ্রমণের সুযোগ মারমেইডে, লাগবে না বাড়তি টাকা

প্রকাশ | ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৩০

যাযাদি ডেস্ক

 

 

যতদূর চোখ যায়-গহীন জলরাশি ছুঁই ছুঁই সুনীল আকাশ, উত্তাল ঢেউয়ের তালে দুলে চলছে নৌকা দিগন্তবিস্তৃত উদার সাগরে নির্নিমেষ তাকিয়ে থাকতে থাকতে বিমোহিত আবেশে হারিয়ে যায় মন ভাবুন বঙ্গোপসাগরে মাঝখানে আপনি, আর আপনাকে নিয়েই এমন দৃশ্য - কেমন লাগবে?

 

আপনার জন্যই সাগর ভ্রমণের সুযোগ এনেছে মারমেইড বিচ রিসোর্ট মারমেইড বিচ রিসোর্ট মানেই সাগর, বালুকাবেলা, সূর্যোদয়, সূর্যাস্ত এবং নির্জন প্রকৃতির সব সৌন্দর্য যেন ঠিক এক জায়গায় আর এত সব আয়োজনের সঙ্গে এবার যোগ হলো বঙ্গোপসাগর ভ্রমণ মারমেইড বিচ রিসোর্টে থাকলেই পর্যটকদের চাঁদের নৌকায় করে নেওয়া হবে বঙ্গোপসাগরে এর জন্য পর্যটকদের গুণতে হবে না বাড়তি কোন অর্থও

 

কক্সবাজার ভ্রমণে গেলে সৈকতের তীরে সারি সারি চাঁদের নৌকা দেখতে পাওয়া যায় চাঁদের মতো দেখতে বলেই এর নামচাঁদের নৌকা নৌকাটি কক্সবাজারের ঐতিহ্য সাগর পাড়ে ঠাঁই হয়ে দাঁড়িয়ে থাকা এসব নৌকায় পর্যটকদের ছবি তোলার হিড়িক পড়ে

 

মারমেইড বিচ রিসোর্টে রাত্রিযাপন করলে পর্যটকরা পাবেন এই সুযোগ চাঁদের নৌকায় করে রেজু খাল হয়ে বঙ্গোপসাগরে নেওয়া হবে তাদের রিসোর্টে অবস্থানকালে একদিন তাদের সাগর ভ্রমণের স্বাদ দেওয়া হবে ভ্রমণের সময় খাবার অন্যান্য পরিষেবাও প্রদান করা হবে

 

এখন পর্যন্ত নৌকায় করে পর্যটকদের সাগর ভ্রমণের কোন উদ্যোগ নেই কক্সবাজারে জেট স্কি বা ওয়াটার বাইকে করে সাগরেঢুঁ মারাগেলেও তা যেন দুধের স্বাদ ঘোলে মেঠানোর মতো এর জন্য গুণতেও হয় হাজার টাকা

 

যাযাদি/ এস