বিশ্বভ্রমনে বের হওয়া যুবক রোহন এখন পাবনায়

প্রকাশ | ২২ মে ২০২৩, ১৩:০৯

পাবনা প্রতিনিধি

পরিবেশ সংরক্ষনে প্লাস্টিক এবং এর বিপজ্জনক প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি ও বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তা দিতে বিশ্ব ভ্রমনে বেড় হওয়া ভারতের মহারাষ্ট্রের নাগপুরের বাসিন্দা ২১ বছর বয়সী যুবক রোহন আগরওয়াল এখন পাবনায়। 

নেপালের কিছু অংশ এবং ভারতের ২৭টি রাজ্য ঘুরে সাত মাস আগে আসেন বাংলাদেশে। পায়ে হেঁটে এবং কিছু সময় অন্যর যানবাহনে করে বাংলাদেশের ৬৩ টি জেলা ঘুরা শেষে সোমবার (২১ মে) রাতে আসেন পাবনায়। 

মঙ্গলবার (২২ মে) সকালে রোহন আগরওয়াল পাবনা শহরের শালগাড়িয়া এলাকায় আইডিয়াল ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ পরির্দশনে যান। এসময় স্কুলের পরিচালক জহিরুল ইসলামসহ অন্যান্য শিক্ষকেরা তাকে স্বাগত জানান। পরে রোহন আগরওয়াল স্কুলের ছাত্র-ছাত্রীদের প্লাস্টিক ব্যবহারে এর বিপজ্জনক প্রভাব সম্পর্কে ধারনা দেন এবং প্লাস্টিক পন্য ব্যবহার থেকে বিরত থাকার অনুরোধ জানান। 

পরে তিনি জেলার বিভিন্ন জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সাথে সাক্ষাত করেন। বাংলাদেশ ভ্রমন শেষে তার মিয়ানমারে যাবার কথা রয়েছে। পরিবেশ সংরক্ষনে রোহান আগরওয়ালের এই বিশ্ব ভ্রমনকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। 

যাযাদি/ এস